ভারতে নোট বাতিলের পর উদ্ধার হয়েছে ৪৮০৭ কোটি কালো টাকা
আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
নোট বাতিলের পর থেকে দেশ জুড়ে কালো টাকা উদ্ধারে ব্যাপক অভিযান চালিয়েছিল আয়কর দফতর। প্রায় ৪৮০৭ কোটি হিসাব বহির্ভূত টাকার সন্ধান পেয়েছে তারা। এছাড়া ১১২ কোটি টাকার নতুন নোটও বাজেয়াপ্ত করা হয়েছে।
আয়কর দফতর সূত্রে খবর, তাদের প্রতিনিধিরা অন্তত ১১৩৮টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ৮ নভেম্বর নোট প্রধানমন্ত্রী নোট বাতিলের ঘোষণা করার পর থেকেই শুরু হয় এই তল্লাশি। বিভিন্ন ব্যক্তি ও দফতরে এই ক’দিনে মোট ৫,১৮৪ টি নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। হাওয়ালা কারবারিদেরও নজরে রাখা হয়েছিল।
বাজেয়াপ্ত হয়েছে প্রচুর নগদ টাকা ও গয়নাও। ৬০৯.৩৯ কোটি মূল্যের টাকা ও গয়না উদ্ধার হয়েছে এই সময়ের মধ্যেই। ১১২.৮ কোটি টাকা ও ৯৭.৮ কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে। ৫ জানুয়ারি পর্যন্ত মোট ৪৮০৭ কোটি হিসাব বহির্ভূত টাকার সন্ধান পাওয়া গিয়েছে।
গত বছরের ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।