ক্যাবল কাঁটা ৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিল পৌরসভা
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারীর সৈয়দপুরে সড়ক নির্মাণ কাজে খোঁড়াখুঁড়ির সময় অসাবধানতাবশত কেটে যাওয়া ভূ-গর্ভস্থ টেলিফোন ক্যাবলের ৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে পৌরসভা।
সৈয়দপুর পৌর এলাকার পাঁচমাথা মোড় থেকে সৈয়দপুর-পার্বতীপুর পর্যন্ত রাস্তা এবং বিমানবন্দর থেকে পার্ক মোড় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ ও এলইডি লাইট স্থাপনের কাজ শুরু করা হয়। গত বছরের নভেম্বর মাসে এ কাজ শুরু হয়। এ কাজে প্রকল্পের ব্যয় ধরা হয় ১৮ কোটি ৬৬ লাখ ১৬ হাজার টাকা। এ কাজের দায়িত্ব পায় কুড়িগ্রামের আরএবি-আরসি অ্যান্ড বিসি (জেভি) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সড়ক উন্নয়নের কাজ করতে গিয়ে অসতকর্তায় ভূ-গর্ভস্থ লাইনের ক্যাবল কাটা পড়ে। ফলে ৪ শতাধিক টেলিফোন অকেজো হয়ে পড়ে। এতে করে বিটিসিএলের সরকারি ও বেসরকারি গ্রাহকরা চরম বেকায়দায় পড়েন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।