ইসরায়েলি পন্য বয়কটের নামে ৮ জেলায় তাণ্ডব

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দেশের আট জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করায় রেস্তোরাঁ ও শোরুমে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার: কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়েছে।

চট্টগ্রাম: বিক্ষোভ মিছিল থেকে চট্টগ্রামে কেএফসির দুটি রেস্তোরাঁর সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। সোমবার বিকেলে ‘মার্চ ফর গাজা’ মিছিল থেকে নগরীর নাসিরাবাদ ও চেরাগী পাহাড় মোড়ে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
নগরীর ষোলশহর থেকে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংহতি জানিয়ে মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ড, ফিলিস্তিনি পতাকা নিয়ে ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিলটি থেকে কিছু লোক নাসিরাবাদ সানমার ওশান সিটির পাশের ভবনে কেএফসি রেস্তোরাঁয় ঢিল ছুড়লে সামনের কাচ ভেঙে যায়। সেখান থেকে কিছু লোক জিইসি মোড়ে জামান হোটেলের কোকাকোলার সাইনবোর্ডও ভাঙচুর করে।

কুমিল্লা: কুমিল্লায় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। সন্ধ্যা ৬টার দিকে রানীরবাজার এম আলী টাওয়ারের সামনে বিভিন্ন মিছিল থেকে জড়ো হয়ে বিক্ষুব্ধ জনতা কেএফসিতে প্রবেশ করে ভাঙচুর চালায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন তৈরি খাবার ও কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগে কেএফসির টেবিল-চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ছাড়াও কাচের দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সিলেট: সোমবার বিকেল ৩টায় ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে সিলেটের কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। পরে নগরীর দরগাহ, জিন্দাবাজার, বন্দর বাজারসহ ৪টি বাটা শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে।
নগরীর মিরবক্সটুলা এলাকায় রয়েল মার্ক ভবনের দুই তলায় থাকা কেএফসিতে দুই দফা হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কেএফসিতে এ হামলা চালানো হয়। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নগরে বের হওয়া মিছিলের একটি অংশ দুপুর আড়াইটার দিকে নগরের মিরবক্সটুলা এলাকায় কেএফসিতে হামলা চালায়।
এ সময় প্রায় ঘণ্টাব্যাপী ব্যাপক হামলা ও ভাঙচুর চলে। কেএফসির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ফ্রিজে এবং স্টকে থাকা পেপসি, সেভেনআপ, মাউন্টেন ডিউসহ শত শত বোতল কোমল পানীয় রাস্তায় ছুড়ে ফেলা হয়। পরে ভবনে থাকা হোটেল রয়েল মার্কের রিসিপশন এরিয়া ও তৃতীয় তলার সাফরা রেস্টুরেন্টেও হামলা ও ভাঙচুর চালিয়ে তারা চলে যান।

খুলনা: খুলনার ময়লাপোতায় কেএফসি, ডোমিনোজ পিৎজা এবং শিববাড়ির বাটা শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ‘বিক্ষুব্ধ জনতা’ এ ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের পর বিপুল সংখ্যক মানুষ হঠাৎ কেএফসি রেস্টুরেন্টে হামলা করেন। এ সময় পাশে থাকা ডোমিনোজ পিৎজা রেস্টুরেন্টেও হামলা করা হয়। প্রথমে নিচ থেকে ইটপাটকেল ছুড়ে বাইরের গ্লাস ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। পরে ভেতরে গিয়ে ভাঙচুর করা হয় ও মালামাল লুট করা হয়। হামলার সময় বাইরের গ্লাস এবং ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে দোতলা থেকে নিচে ফেলে দেয় তারা।

গাজীপুর: সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বাটার শোরুমসহ কয়েকটি দোকানের সামনে বিলবোর্ড, ব্যানার, ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে সর্বস্তরের ‘মুসলিম তৌহিদি জনতার’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

বরিশাল: ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে কেএফসির বরিশাল ব্রাঞ্চ সরিয়ে নেওয়ার দাবি জানান স্থানীয়রা। পরে বিকেল ৫টার দিকে নগরীর শাখাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিক্ষুব্ধ জনতা অভিযোগ করেন, কেএফসি ইসরায়েলকে অর্থ সহায়তা করে। যে অর্থের একাংশ যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। জনতা কেএফসি বন্ধ করে দেওয়ার দাবি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিক্ষোভকারীরা কেএফসির সামনের সড়কে জোহরের নামাজ আদায় করেন।

বগুড়া: ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বের হওয়া মিছিল থেকে বগুড়ায় বাটার শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরের দিকে বিক্ষোভকারীরা শহরের সাতমাথায় অবস্থিত বাটার শোরুমে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং গ্লাস ভাঙচুর করে। প্রায় আধা ঘণ্টা ধরে তারা সেখানে ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে স্লোগান দেয় এবং ভাঙচুর চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!