৮ ফেব্রুয়ারি বিএনপির অঘোষিত ঢাকা ঘেরাও

 

 

খালেদা জিয়ার রায় ঘোষণার দিন অর্থ্যাৎ ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা শহর অঘোষিত ঘেরাও করার পরিকল্পনা করেছে বিএনপি। ঘেরাও কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও ওইদিন রাজধানীতে ব্যাপক শোডাউন করবে দলটি। তাদের পরিকল্পনা অনুযায়ী ৮ ফেব্রুয়ারি ব্যাপক লোকসমাগমের মাধ্যমে ঢাকাকে অচল করে দেয়া হবে। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা ৮ ফেব্রুয়ারি ঢাকায় আসার প্রচারণা চালাচ্ছেন। একজন বিএনপি কর্মী তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, চল চল ঢাকা চল, ৮ ফেব্রুয়ারি ঢাকা চল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিএনপির কর্মীর মতো আরো বহু নেতাকর্মী একই ধরনের স্ট্যাটাস দিচ্ছেন।

এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে শনিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মামলার রায় নিয়ে দুই ধরনের প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে। মামলায় রায়ে শাস্তি হলে একধরনের প্রস্তুতি আর খালাস পাওয়া গেলে আরেক ধরনের প্রস্তুতি নেয়ার কথা আলোচনা হয়েছে। শাস্তি হলে রাজপথে কঠোর কর্মসূচির নীতিগত সিদ্ধান্তও নেয়া হয়েছে। আর মামলার রায় পক্ষে গেলেও তা নিয়ে খুব একটা মাতামাতি না করার বিষয়েও আলোচনা হয়েছে।

জানা গেছে, মামলার রায় বিপক্ষে গেলে রাজপথে কঠোর আন্দোলনে যাবে বিএনপি।

মামলার রায় নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করতে আজ রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ রাত সাড়ে আটটায় দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, জোট নেতাদের বৈঠক শেষেই রাজপথের কর্মসূচি ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবেন খালেদা জিয়া।

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও কঠোর আন্দোলনের ইঙ্গিত দিয়ে বলেছেন, অন্যায়ভাবে খালেদা জিয়াকে শাস্তি দেয়া হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। খালেদা জিয়াকে ছাড়া আগামীতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি। পর্বপশ্চিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!