মোঃ আরিফুল ইসলাম এর কবিতা-রোহিঙ্গা

রোহিঙ্গা
‌মোঃ আ‌রিফুল ইসলাম

আর কত রো‌হিঙ্গার লাশ ভাস‌বে নাফ নদী‌তে,
আর কত রক্তের দাগ পর‌বে রাজ গ‌দি‌তে?
রক্তপানে উন্মাদ সু‌চি নিরুপায় রো‌হিঙ্গা মুসলমান,
র‌ক্তে র‌ঞ্জিত  আজ অশান্ত আরাকান।
জ্বলছে আগুন পুর‌ছে বসত বা‌ড়ি,
অজানায় চল‌ছে ছু‌টে আপন ভিটা ছা‌ড়ি।
ধ‌র্ষিতা হ‌চ্ছে অসহায় যুব‌তি নারী,
খুন হ‌চ্ছে নিরাপরাধ নর-নারী।
আকা‌শে বাতা‌শে আজ লা‌শের গ‌ন্ধ,
‌বিশ্ব বি‌বেক আজ নিশ্চুপ ব‌ধির অন্ধ।
‌মানবতার বানী হেথায় ধুকে ধু‌কে কা‌ধেঁ,
সন্তা‌নের লাশ যেথায় পিতার কা‌ধে।
‌কি অপরাধ ঐ নিষ্পাপ শিশুর,
কেন তার জীবন বেধনা বিধুর?
‌কেন তার লাশ নদী‌তে ভা‌সে ,
‌কেন তা‌কে ডাই‌নি মার‌ছে পি‌ষে?
ত‌বে কি মুস‌লমান হওয়া অ‌ভিষাপ,
মুস‌লিম ঘ‌রে জন্ম নেওয়া পাপ?
‌কেন ‌বিশ্ব মুস‌লিম র‌য়ে‌ছো ঘু‌মি‌য়ে,
কত কাল ধুক‌বে জীবন ঝি‌মি‌য়ে?
বিশ্ব মুস‌লিম আর কত মার খা‌বে,
আর কত মার খে‌লে ঘ‌ুম ভাঙ্গ‌বে?
আর কত রো‌হিঙ্গা হ‌বে ঘর ছাড়া,
‌বিশ্ব বি‌বেক‌কে কি কভু দি‌বে না নাড়া?
এক মুস‌লিম আরেক মুস‌লি‌মের ভাই,
‌বিপ‌দে য‌দি ‌ভাই‌য়ের পা‌শে না দাড়াই।
ত‌বে কি জবাব দিব রোজ হাশ‌রে?
কঠিন সাজা হবে সে‌দি‌নের বিচা‌রে।
জাগ জাগ মুস‌লিম ঘু‌মি‌য়ো না আর,
প্র‌তিবাদ প‌তি‌রোধ গ‌ড়ে তুল দুর্বার।
রক্ষা কর নিরহ রো‌হিঙ্গা‌দের জান মাল,
ছিন্ন কর সব শৃঙ্খলীত কাল জাল।
হাল ছে‌ড়োনা স্বপথ কর বাচাঁর মত বাচ‌বোঁ,
মর‌তে হয় মারার আ‌গে বী‌রের মত লড়‌বো।
শা‌ন্তির স্বপ‌ক্ষে হোক দৃপ্ত অ‌ঙ্গিকার,
ফি‌রি‌য়ে দিব রোহিঙ্গা‌দের বাচার অ‌ধিকার।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!