মধুপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান সৎ, মেধাবী ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে তোমাদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে -ড. মোঃ আব্দুর রাজ্জাক
এম এস ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ যারা মেধাবী বৃত্তি পাচ্ছ তারাই একদিন এ দেশ পরিচালনা করবে। সোনার বাংলা গড়ার কাজে নিয়োজিত হবে। সৎ, মেধাবী ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে তোমাদের দেশ সেবায় এগিয়ে আসতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে। আজ সোমবার মধুপুর অডিটরিয়ামে উপজেলা পরিষদ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সাবেক খাদ্যমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। মেধাবী শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যাড. ইয়াকুব আলী, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাম্মদ আলী প্রমূখ। পরে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।