চাঁদাবাজির অভিযোগে টিআই মোহাম্মদ আজাহারকে প্রত্যাহার করা হয়েছে
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে মহাসড়কে চাঁদাবাজি, পরিবহন শ্রমিককে মারধর এবং গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগে ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোহাম্মদ আজাহারকে প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম জানান, বুধবার সকালে ট্রাফিক পরিদর্শক আজাহারকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে এ জেলা থেকে অন্যত্র বদলির সুপারিশ করা হয়।
এদিকে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবহনের মালিক আবু তাহের মোহাম্মদ সদরুল আমীন। তিনি গাইবান্ধার সৈকত পরিবহনের মালিক।
এই পরিবহন মালিক বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ৮ সেপ্টেম্বর তার গাড়িটি ঢাকা যাওয়ার পথে মির্জাপুরের মাছরাঙ্গা ফিলিং স্টেশনের কাছে গতিরোধ করে ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ আজাহার ছয় হাজার টাকা উৎকোচ দাবি করেন। সেই টাকা না দেয়ায় তিনি বাসের কর্মী শিপন মিয়াকে মারধর করেন এবং গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেন। এ ব্যাপারে সদরুল আমীন টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন এবং তার অনুলিপি আইজিপিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে পাঠান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদরুল আমীন ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ আজাহারকে প্রত্যাহার করায় সন্তোষ প্রকাশ করার পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।