“স্বাবলম্বী রমানাথের খামার পরিদর্শন করছেন বিভাগীয় কমিশনার এবং উপজেলা নির্বাহী অফিসার।”
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধীকার প্রকল্পগুলির অন্যতম একটি বাড়ী একটি খামার প্রকল্পের সহায়তায় প্রকল্পের একটি সমিতির সদস্য নওগাঁ জেলার নিয়ামতপুর সদর উপজেলার সদর ইউনিয়নের কানইল গ্রামের জনৈক রমানাথ তার বাড়িতেই সফলভাবে ২৫০টি হাঁসের একটি খামার তৈরি করেছেন। রমানাথ ক্ষুদ্র প্রয়াসে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে দেশকে এগেয়ে নেওয়ায়, আজ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, রাজশাহী জনাব মোঃ জাকির হোসেন এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সালেহ মোঃ মাহফুজুল আলম উক্ত খামার পরিদর্শন করেন।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।