গ্রামে মাটি খুঁড়লেই বের হয় গ্যাস
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বরগুনার পাথরঘাটার কালমেঘা গ্রামের বিভিন্ন স্থানে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস। গভীর নলকূপ, বাড়ির আঙ্গিনা, কৃষি জমি এমনকি পুকুরও বাদ পড়েনি এর থেকে। অনেকে আবার এসব গ্যাস ব্যবহার করে প্রতিদিন রান্নার কাজও সারছেন।
বরগুনার পাথরঘাটা উপজেলার শহর থেকে ৫ কিলোমিটার দূরে কালমেঘা গ্রাম। এ গ্রামের হারুন চৌকিদারের বাড়ির পুকুর ও টিউবওয়েল থেকে দীর্ঘদিন ধরে বের হচ্ছে গ্যাস।
পুকুর পাড়ের মাটিতে সামান্য একটু গর্ত করলেই বেরিয়ে আসে গ্যাস। সে গ্যাসেই রান্নার কাজ সারেন পরিবারের লোকজন।
স্থানীয়রা বলছেন, গ্যাসের উপস্থিতির কারণে পুকুরে মাছ চাষ করা যায় না। পাশাপাশি পুরো গ্রামের বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়লে বের হচ্ছে গ্যাস। এতে দুর্ঘটনার আতঙ্কেও আছেন তারা।
তবে বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাস আছে কিনা তা ক্ষতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে জানানো হবে।
এদিকে পাথরঘাটাবাসীর প্রত্যাশা দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে।
২০০২ সালে প্রথমবার গ্রামটির বাসিন্দা রশিদ মিয়ার নষ্ট নলকূপে গ্যাস রয়েছে এমনটা জানা যায়। তারপর থেকে বিভিন্ন স্থানে মাটি খুঁড়লে গ্যাস বের হওয়ার খবর পাওয়া যায়।