নিজের জায়গাজমি না থাকায় রাস্তার দুই ধারে নিজ উদ্যোগে প্রায় ৪শত করলা গাছের বীজ রোপন করছেন নিয়ামতপুরের শ্রী সুবেন।
ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন শষ্টিপাড়া গ্রামের মৃতঃ জগেশ্বর দাসের ছেলে শ্রী সুবেন (৩৮) নিজের জায়গাজমি না থাকায় বাড়ীর পাশে রাস্তার দুই ধারে শষ্টিপাড়া মোড় হতে রামাপাড়া তিন মাথার মোড় পর্যন্ত এক কিলোমিটার জুরে নিজ উদ্যোগে প্রায় ৪০০ (চার শত) করলা গাছের বীজ রোপন করছেন। শ্রী সুবেনের সাথে কিছুক্ষন বসে কথা বলে জানা গেছে, তিনি এই করলা গেছের বীজ মাত্র তিন দিনে রোপন করেছেন। পাশাপাশি শশা কালাই গাছ এবং বেশ কিছু ফুলের গাছ ও লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।