রুবিনা পাহলান (হ্নদি রুবি) এর কবিতা- ভেঙে গেল মোর সোনার দেহখানি
ভেঙে গেল মোর সোনার দেহখানি
———————————– রুবিনা পাহলান (হ্নদি রুবি)
বড় সাধ জাগে
আরেকটি বার প্রেমে পরার…..
প্রকাশ্যে প্রেমে পরার………..
আমি বেঁচে থাকতে চাই
সবার মাঝে, সবার মুখে মুখে।
তাই আরেকটি বার প্রেমে পরতে চাই!
লোকচক্ষুর কোন লজ্জাই নাই
বিবেকেরও নেই কোন চিন্তা!
সমাজ সংসার কি পেল
ওতেও মাথা ব্যথা নাই !
শুধু নিজেকেই প্রাধান্য দিতে চাই!
কি করব আমি ?
নিজের কোন যোগ্যতাই যে নাই
সহজভাবে তাই বেঁচে থাকতে চাই!
আমি আরেকটি বার প্রেমে পরতে চাই!
আমি প্রেমে পরব, সত্যি প্রেমে পরব
যে প্রেম কাগজের পাতায় পাতায়
সমালোচনায় ঝড় তুলে দেয়!
কোন দামী লেখকের প্রেমেই যদি
আমার মনের স্বাদ পূরন হয়
তবে তাই কেন নয়?
যদি ইতিহাস হয়ে থাকি
তার সাথে তার কোন লেখনিতে !
দামী লেখক পরবে কি আমার প্রেমে?
এ ভাবনা কেন ঘিরে ধরে?
এক দুই তিন করে
টের পেলাম না কখন
পহেলা আগষ্ট এল ঘরে
এমনি করে গতকাল পয়ত্রিশে পা দিলুম যে!
বয়স যাচ্ছে, যাচ্ছে সোনার দেহ
প্রেমিক লেখক মিলে না কেহ !