সেলিনা জাহান প্রিয়ার অনু গল্প ।।খোয়াব ।।

একটা ভয়ানক স্বপ্ন দেখে রাতের বেলা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠল মালেকা বানু । তার স্বামী কলসি থেকে তাড়াতাড়ি পানি এনে দিল তার হাঁতে । হেমন্তের হালকা শীতে শরীর থেকে গ্রীষ্ম কালের মত ঘাম বের হচ্ছে । স্বামী তাঁকে বলল কেউ স্বপ্ন দেখে এমন করে ভয় পায় । হাতপাখা নিয়ে বাতাস করতে লাগছে । মালেকা বানু বলে কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম । স্বামী বলে রাতে স্বপ্নের কথা বলতে হয় না। সূরা কালা্ম পড়ে বুকে একটা ফু দিয়ে আল্লার নামে ঘুমিয়ে পড় ।
সারা রাত মালেকা বানু ঘুমাতে পাড়ে না। খুব সকালে মসজিদের ইমামের কাছে যাবে বলে রওনা দেয় । গ্রামের কাঁচা রাস্তা ঘাসের উপর অনেক শিশির পড়েছে । স্বামী বলে কি স্বপ্ন দেখলা আমাকে তো বললে না । মালেকা বানু হাটতে হাটতে বলে আমার বাবা মামলা মোকদ্দমা করে গ্রামের মানুষ কে সায়েস্থা করে রাখত । কেউ তারে কিছু বলতে পারত না। একদিন সকাল বেলা মামলা করার জন্য শহরে যাবার জন্য রওনা দেয় । ঠিক এমন সকাল । ঐ যে গাব গাছ তলে দিয়ে যাবার সময় একটা লম্বা কালো গোখরা সাপ তার কাটে । বাজান সেই গাছের নিচেই মরা যায় । স্বামী কে বলল আমি স্বপ্নে দেখলাম সেই গাছ তলে দিয়ে যাচ্ছি আর সেই সাপ টা আমার পায়ে কামড় দিয়েছে ।
মালেকা বানু স্বামী কে বলল চল আমি অন্য রাস্তা দিয়ে যাই । এই গাছের নিচে দিয়ে যাব না । স্বামী হাসতে হাসতে বলে জীবনে কোন দিন দেখি নাই শুনি নাই মানুষ যে স্বপ্ন দেখে সেটাই হয় । মানুষ কে বনের বাঘে খায় না বুঝলে মনের বাঘে খায় । স্বামী সাহস করে সেই গাব গাছের নিচ দিয়ে মালেকা বানু কে নিয়ে যাচ্ছে হুজুরের কাছে ঝাড়াতে । মালেকা বানু গাছের নিচে আসতেই শরীরের লোম গুলো কাটা দিয়ে উঠে । হটাৎ মালেকা বানুর স্বামী দেখে পিছন থেকে ফুস ফাঁস শব্দ করে বিশাল লম্বা একটা কালো গোখরা সাপ এসেই মালেকা বানুর পায়ে কামড় বসিয়ে দেয় পড় পড় দুই বার । সাপ দেখেই তার স্বামী বোবা হয়ে যায় । অল্প সময়ের মধ্যে মৃত্যর কলে ঢলে পড়ে মালেকা বানু ।
অনেক দিন পড়ে মালেকা বানুর স্বামী জানতে পাড়ে গাব গাছের পাশে থেকে মালেকা বানুর বাবা একটা সাপ মেরেছিল আর একটা সাপ পাশের জঙ্গলে পালিয়ে যায় ।

One thought on “সেলিনা জাহান প্রিয়ার অনু গল্প ।।খোয়াব ।।

  • September 7, 2016 at 3:54 am
    Permalink

    ‌তোমার গল্পটা পড়‌তে গি‌য়ে দে‌খি এটা এখা‌নে যে‌নো শেষ হয়‌নি । প‌রেরটা প‌রেই দেখব, অাজ অার না।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!