ফজলুল হক এর কবিতা ।। অনুভবে অনুরণন
অনুভবে অনুরণন
———————— ফজলুল হক
তোমায় আমি ছুঁয়ে দেখবো বলে
তোমার কাছে ত্রস্তে হেটে আসি।
সকাল দুপুর সন্ধ্যা গেলো চলে
পাইনি ছুঁতে হয়নি বলা তোমায় ভালবাসি।
তোমায় আমি ভালবাসবো বলে
তোমার ছবি হৃদয় জুড়ে আঁকি।
স্নিগ্ধ ভোরের শিউলিমালার ছলে
তোমার খোপায় জড়িয়ে আমায় রাখি।
আকাশ জুড়ে হাজার তারার মেলায়
তোমার ভীরু হৃদয় দোলে, চাঁদের হাসি খেলায়
জোৎস্না নামে মনের উঠোন জুড়ে।
তোমার বীণা বাজাই আমি আমার আপন সুরে।
মেঘের ভেলায় আকাশ জুড়ে নিত্য আসা যাওয়া,
অনুভবেই তোমায় শুধু পাওয়া।
সুবাস হয়েই জড়িয়ে থাকি তোমার কোমল গায়।
গন্ধ বিলাই তোমার বুকের স্নিগ্ধ আঙ্গিনায়।
বাতাস হয়ে জড়িয়েছি তোমার এলোকেশে,
তোমার ছোঁয়া পেলাম অবশেষে।
অনুভবে, শিহরণে সিক্ত সঞ্চারণে
তোমার ছোঁয়ার অনুরণন কারন অকারণে।