সেলিনা জাহান প্রিয়ার কবিতা ।। প্রথম চুম্বন ।।
প্রথম চুম্বন
।। সেলিনা জাহান প্রিয়া ।।
জানো কি?
প্রতিটা বিষয়ই তুমি অবগত জেনেই বলছি,
প্রত্যেক সম্পাদিত কাজেরই একটি ব্যাখ্যা
সম্পাদনকারীর নিকট থাকে।
মানুষ কেবল কাজটাই দেখে,
কিন্তু তারা যদি ব্যাখ্যা সম্পর্কে অবগত হইতো
তবে ধরণীতে ভুল বোঝাবুঝির অনেকাংশেই কমে যেত।
জানো কি?
আজ থেকে বহুদিন আগে,
যখন তুমিও নিজেকে আবিষ্কার করতে পারোনি
সে দিন থেকেই ভালবাসি তোমায়।
তোমায় চিঠি বিষয়ই তুমি অবগত জেনেই বলছি,
অনুভূতি আর আবেগ ভরা ভালবাসার প্রথম সৃতি
কাক ডাকা ভোর, রাত জাগা লালছে দুটি নয়ন
চসেই চিঠি যা পেয়েছিলে আমি, যার ছিলনা ডাক পিওন !!
রাতের আঁধার তখন কৃষ্ণ-পত্র বিলিয়ে প্রায় ক্লান্ত
বাতাসে তারই আভাস
আঁধারে আঁধারে মিলিয়েছে সব, প্রকৃতি নির্জন
এঁকে দিলে তুমি এক্ষনে,
আমার ঠোটে তোমার… প্রথম চুম্বন !
প্রতিটা বিষয়ই তুমি অবগত জেনেই বলছি,
প্রত্যেক সম্পাদিত কাজেরই একটি ব্যাখ্যা
তোমার ছুয়ায় বুঝে নিয়েছিল আমার মন ।
সেদিন থেকেই স্বপ্ন বাঁধি তোমায় নিয়ে
তুমি ছিলে আমার মাঝে বেড়ে ওঠা অদৃশ্য বাস্তবতা।
জানো কি?বেশ তো ছিলাম
অদৃশ্য ভুবনে তোমার হাতে হাত রেখে কতই না মাতামাতি
আর তোমার শাসন, ভালবাসা ভেবে মুচকি হাসি
এই তো। এভাবেই পার হতো দিন, পার হতো রাত !
তোমায় নিয়ে লেখা কবিতাগুলি মেলে ধরো
দেখবে তুমি, আমি আছি প্রতিটি পাতায়
প্রতিটি ভাঁজে, শুভ বা অশুভ ক্ষণে।
জানো কি?
প্রতিটা ক্ষনে ভেবে চলি তোমার ওই আকস্মিক ছোয়া
শিহরিত হই
ভালবাসো এই ভেবে নয়।
আঁধারে আঁধারে মিলিয়েছে সব, প্রকৃতি নির্জন
এঁকে দিলে তুমি এক্ষনে,
সম্পাদিত কাজেরই একটি ব্যাখ্যা
আমার ঠোটে তোমার… প্রথম চুম্বন!