সেলিনা জাহান প্রিয়ার কবিতা “ভুল মানুষ হয়ে গেছি”
ভুল মানুষ” হয়ে গেছি
—-সেলিনা জাহান প্রিয়া ।।
একদিন মনের অজান্তে মেঘ ছুয়েছিলাম
মেঘ ঠিক তখনেই আমায় ভিজিয়ে দিল
আমি অবাক হয়ে মেঘকে দেখলাম
মেঘ বলল এই বৃষ্টির জল তোমার জন্য
সেই খেকে আমার আকাশ মেঘে ঢাকা
প্রতিদিন বৃষ্টি হয় মনের ভুলে আখি জলে ।।
এক দিন ভুল করে আকাশ ছুয়েছিলাম
নীল খামে আকাশ একটা চিঠি দিল
সেই চিঠি আমি আজও পড়ি !শেষ নাহি হয়
আকাশ বলল তার নীলের সীমানা নাই
আমি সেই অসীম নীলে নিজেকে হারিয়ে খুজি ।
একদিন মনের অজান্তে সাগরে জল ছুয়েছি
একদিনের মনের ভুল ছিল তার সীমানায়
সমুদ্র আমায় দিল তার ভালবাসা পা ভিজিয়ে
নোনাজলের গন্ধ শরীর থেকে আর গেলোনা ।।
আমি ভুল করে এক জোছনা রাতের প্রেমে পড়ি
আমার সেই প্রেমে চাঁদ নাকি কলঙ্কী হল
চাঁদের জোছনায় আজও সেই কলঙ্ক চোখে পড়ে
একদিন ভুল করে সূর্যের দিকে তাকিয়েছিলাম
সেই থেকে আমি অন্ধকারে হাঁড়াতে পাড়ি না
আমায় ঠিক জোনাকি মনে করে খুঁজে নেয় না কেউ ।
একদিন মনের ভুলে চুল গুলো বাতাসে ছুড়েছিলাম
তারপর সব সেই চুলে বেলি ফুলের মালা দিল না কেউ
শেষ পর্যন্ত আমি একটি চিঠি লিখলাম সেই নীল খামে
তারপর থেকে সকল পোষ্ট অফিস বন্ধ হয়ে গেছে ।।
একদিন ভুল করে ভুল করেছি
তারপর থেকে আমি “ভুল মানুষ” হয়ে গেছি ।।