আশরাফুলকে দলে ফিরিয়ে আনা হোক : সাকিব
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কিছু বিখ্যাত জয়ে আশরাফুলের অনেক অবদান রয়েছে। ২০০৫ সালের ১৮ জুন তারিখে ইংল্যান্ডের কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে তৎকালীন বিশ্বের একনম্বর ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের স্মরনীয় জয়ে আশরাফুল ১০০ রান করেন। এটি তার একমাত্র শতক, এবং সেই খেলাটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরনীয় ম্যাচ।
২০০৭ বিশ্বকাপ ক্রিকেটে তৎকালীন একনম্বর ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আশরাফুল ৮৩ বলে ৮৭ রান করেন, যা বাংলাদেশকে আরেকটি স্মরনীয় বিজয় উপহার দেয়। এতে তিনি ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারে ভূষিত হন। ২৪ গড়ে ২১৬ রান করে আশরাফুল টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার হন।
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। বিপিএলে প্রথম ম্যান অব দ্য ম্যাচ। দুটোই এক দিনে পেলেন মোহাম্মদ আশরাফুল।
এতকিছুর পরেও আশরাফুল কি অবহেলিত থেকে যাবে। শচিন টেন্ডুলকার ক্যারিয়ার এ অনেকবার ০ রানে আউট হয়েছে। কেউ প্রশ্ন তুলেনি।
চাই কম করে হলেও ১০ ম্যাচ আশরাফুল কে বিনা চিন্তায় খেলতে দেওয়া হোক। আবার ফিরে ফেতে চাই আশরাফুল এর পুরানো সেই ছন্দ।