রওশন হাসান এর কবিতা- তোমার নামেই

 

 

তোমার নামেই

—- রওশন হাসান

 

তোমার নামেই বিকেল নামে
তোমার নামেই ভোর
তোমার নামে সন্ধ্যা, রাতে
নামে নেশার ঘোর l
এই নেশাতেই আমার বাঁচা
মর্ত্য-নিখিল মাঝে
তোমার নামেই মেঘবালিকা
লক্ষ তারায় সাজে l
তোমার নামেই সুখের প্লাবণ
দুঃখ খোলে মায়ার বাঁধন
তোমার নামেই রোদঝিনুকে মুক্তমানিক রতন
সাগরকূলের বিস্তীর্ণতায় জলের কথোপকথন l

তোমার নামেই কুন্জে কুন্জে মাতাল সমীরণ
প্রজাপতির পাখায় গাখায় রঙের গুন্জরণ l
ময়ূরী আমি মেলেছি পেখম
নয়নবাণে হয়েছি জখম
প্রণয় তীরে বিদ্ধ হৃদয়
রুপোর মলে জলধি বয়
ঘরছাড়া তাই বৃষ্টি পথে
একলা হারাই পূব হাওয়াতে
তোমার নামেই পথের শেষে
পাহাড় বুকে ঝরনা হাসে
এদিক-ওদিক যেদিক তাকাই
তোমার নামেই ভুবনডাঙ্গায়
রুপকথারা নয়নতারায়
তোমার নামেই তিলক আঁকি
ললাটরেখায় লালিম মাখি
পাখির স্বরে গীতাঞ্জলি
ওষ্ঠে ঝরে গানের কলি
তোমার নামেই বিশ্ব ভুলে স্বর্গে চরণ বাড়াই l

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!