এবারের বই মেলায় পাঠকপ্রিয়তায় লিওয়াজা আক্তার এর “ছুঁয়ে যাওয়া হৃদয়ের আকুতি”

 

 

সম্পাদকীয় ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

লিওয়াজা আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর, জন্ম যশোর জেলায় বর্তমানে স্থায়ী ভাবে ঢাকায় থাকেন সব কিছুর মাঝে লেখালেখিই যেন বেশী টানে তাইতো লেখিকা বলে পরিচয় দিতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন; তাঁর প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ “লাল স্বপ্ন নীল স্বপ্ন” প্রকাশিত হয় ২০১৫ এর বই মেলায়, ইতিমধ্যে লেখক হিসেবে পুরস্কারও পেয়েছেন “নয়ন মনি কালচারাল এ্যাওয়ার্ড ২০১৫”। “ছুঁয়ে যাওয়া হৃদয়ের আকুতি” লেখকের দ্বিতীয় প্রকাশিত বই। তাঁর লেখার মাঝে ফুটে উঠেছে মানববাদ, মানবাধিকার, নারীর মনস্তাত্ত্বিক বিষয় সমূহ; কিছু কিছু সময় মন তাঁর হয়ে উঠতে চায় প্রতিবাদী কবি; সৃষ্টিশীল কিছু করার মাঝেই তিনি আনন্দ খুঁজে পান, সে কারণে জীবনের শেষ দিন পর্যন্ত নতুন নতুন সৃষ্টির পেছনেই দৌড়ে যেতে চান।

মায়ের অনুপ্রেরণায় লেখা-লেখি করে অনেক দূর যেতে চান। সব রকম বই পড়তে ভীষণ ভালবাসেন। সময় পেলেই লেখা-লেখির চেষ্টা করেন এবং অনলাইনে প্রচুর লেখালেখি করেন।

বই মেলায় পাঠকদের সাথে কথা বলে জানা যায়, “ছুঁয়ে-যাওয়া-হৃদয়ের-আকুতি” বইটি যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে। উল্লেখ্য গতবছর প্রকাশিত “লাল স্বপ্ন নীল স্বপ্ন” বইটি এবারও পাওয়া যাচ্ছে ‘নন্দিতা প্রকাশ’ এর ৪০৪ নম্বর স্টলে।

লেখিকা বইটি উৎসর্গ করেছেন বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার মৃত আঃ মজিদ খান (লিভার ক্যান্সার এ ইন্তেকাল করেছেন ২৬ ডিসেম্বর ২০০৪ সালে)।

liyaja-aktar_2

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!