মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত
শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ২৫ ফেব্রুয়ারি শনিবার বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিশ^বিদ্যালয়ের রিজেন্টবোর্ডের সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডীন ও নবীনবরণ উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. মোহাম্মদ মতিউর রহমান ও বিজ্ঞান অনুষদের ডীন ড. পিনাকী দে। নবীন ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী তনিমা সালাম ও এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র মেহেদী হাসান জনি। নবীনদের বরণকারী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তাহমিদুল ইসলাম ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী সুবর্ণা সাইদ ইতি। নবীনদের উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করেন বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্রী মাহমুদা সুলতানা।
প্রধান অতিথি নবীনদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানার্জনের শ্রেষ্ঠ স্থান। এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে নতুন জ্ঞান সৃষ্টি এবং নতুন নতুন আবিস্কার করবেন। এ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে পেরেছ তোমরা ভাগ্যবান। তোমাদের সেই সুযোগটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা দেখে সারা বিশ্ব প্রশংসা করছে। শিক্ষাসহ সকল দিক থেকেই দেশ এগিয়ে যাচ্ছে, তোমাদেরকেও এগিয়ে যেতে হবে, সত্যিকারের দেশপ্রেম নিয়ে আদর্শবান সুনাগরিক হতে হবে।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিকেলে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।