এম এস ইসলাম আকাশ এর কবিতা- স্বাধীনতা, অন্তহীন শিহরন
স্বাধীনতা, অন্তহীন শিহরন
এম এস ইসলাম আকাশ
স্বাধীনতা তুমি
তিল তিল করে গড়ে উঠা বিশ্বাসের
ভিত
তোমার জন্য বিসর্জন দিয়েছি অসংখ্য
রাতের নিদ।
স্বাধীনতা তুমি
তোমার জন্য কাটিয়েছি কত রাত বনে
বাদারে কত যে মৃত্যু শেল স্বেচ্ছায় নিয়েছি
বুকের পাজরে।
স্বাধীনতা তুমি
তোমার জন্য মাইনের বিছানায়
ঘুমিয়েছি কত রাত
কত যে পেরিয়ে এসেছি বিভীষিকাময়
ঘাত প্রতিঘাত।
স্বাধীনতা তুমি
তোমার জন্য বুকে মাইন বেধে
উড়িয়েছি শক্র
জাহাজ
হায়েনার বুকে আছড়ে দিয়েছি অসংখ্য
মৃত্যু বাজ।
স্বাধীনতা তুমি
তোমার জন্য হারিয়েছি কত ভালবাসার
মানিক রতন
তোমার জন্য বিলিয়ে দিয়েছি কতনা
আপন জন।
স্বাধীনতা তুমি
তোমার জন্য কত যে মা হয়েছে বিধবা
বোন হারিয়েছে ভাই
কত না স্বপ্ন বধ্য ভুমিতে পেয়েছে ঠাঁই।
স্বাধীনতা তুমি
তোমাকে পেয়েছি ত্রিশ লক্ষ প্রানের
বিনিময়ে
বিষন্ন বাতাসে ভালবাসার পরশে দুঃখ
গিয়েছে ধু্য়ে।
স্বাধীনতা তুমি
তোমাকে পেয়েছি অবশেষে অসংখ্য
ত্যাগের দানে
তাই তো স্বাধীনতা অন্তহীন শিহরন
জাগায় প্রাণে।