ওয়ার্নার, স্মিথ, কোহলি, ডি ভিলিয়ার্সকে টপকিয়ে সর্বোচ্চ রানের মালিক সাকিব

 

স্পোর্টস ডেস্ক  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ।  দক্ষিণ আফ্রিকার ডিন এলগার, ডি ভিলির্য়াস।  ভারতের বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে টপকিয়ে ২০১৭ সালের টেস্ট ক্রিকেটে রান রাজা হলেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।

চলতি বছরের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ রানের মাইলফলকে নাম লেখালেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।  মাত্র পঞ্চম ম্যাচেই সাকিব এক ডাবল সেঞ্চুরি আর তিন হাফ সেঞ্চুরিতে গড়ে ফেললেন এই অনন্য কীর্তি।

সুযোগ ছিল অধিনায়ক মুশফিকুর রহিমেরও।  কিন্তু, তিনি মাইলফলক থেকে সাত রান দূরে থাকতেই ৫২ রান করে আউট হয়ে যান।

বলাই বাহুল্য, চলতি বছর সাকিবের এই শীর্ষে থাকার রেকর্ড ধরে রাখাটা খুবই শক্ত।  তবে, সেটা অসম্ভবও নয়।  কারণ, এই বছর অনেকগুলো টেস্ট খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

সাকিব-মুশফিকের দাপটে কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ।  বাংলাদেশের স্কোর চার উইকেট হাতে নিয়ে প্রায় ৪০০ ছুঁই ছুঁই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!