ইতিহাসের এই দিনে- ৫ ফেব্রুয়ারি
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
৫ ফেব্রুয়ারি, ২০১৭, রবিবার। ২৩ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬তম (অধিবর্ষে ৩৬তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
১৭৮২ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।
১৭৮৩ সালের এই দিনে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০০০০ লোক মৃত্যুবরণ করে।
১৭৯২ সালের এই দিনে টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহিশুরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
১৮১৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কম্পানি গঠিত হয়।
১৮১৮ সালের এই দিনে চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।
জন্ম
১৭৯৯ সালের এই দিনে ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল জন্মগ্রহণ করেন।
১৮৪০ সালের এই দিনে টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ জন্মগ্রহণ করেন।
১৮৬৬ সালের এই দিনে স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ জন্মগ্রহণ করেন।
১৮৯৪ সালের এই দিনে বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন জন্মগ্রহণ করেন।
১৯১৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন অ্যালান লয়েড হজকিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।
১৯১৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন রবার্ট হফষ্টাটার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
১৯৪১ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ডেভিড সেলব্য, তিনি আমেরিকান অভিনেতা।
১৯৪৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন শার্নত রামপলইনং, তিনি একজন ইংরেজি অভিনেত্রী।
১৯৭৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন অভিষেক বচ্চন, তিনি ভারতীয় চিত্রনায়ক।
১৯৮৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন কার্লোস তেভেজ্, তিনি আর্জেন্টিনার ফুটবলার।
১৯৮৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি পর্তুগীজ ফুটবলার।
মৃত্যু
১৬০৮ সালের এই দিনে জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট মৃত্যুবরণ করেন।
১৮৫৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেনতর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, তিনি ছিলেন বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।
১৮৮১ সালের এই দিনে বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৮৮৮ সালের এই দিনে ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ মৃত্যুবরণ করেন।
১৯২১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী ও বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।
১৯৩২ সালের এই দিনে রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।
১৯৫৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন করুণানিধান বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন ভারতীয় বাঙালি কবি।
১৯৭৯ সালের এই দিনে মৃত্যুবরণ এডি পেন্টার, তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৮৮ সালের এই দিনে সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।
১৯৯৮ সালের এই দিনে মৃত্যুবরণ অর্ধেন্দু সেন, তিনি ছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
১৯৯৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াসসিলয় ও লেওনটিফ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ।
২০১১ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ব্রায়ান জাককুস, তিনি ছিলেন ইংরেজ লেখক।
২০১৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন মিরকা রেকলা, তিনি ছিলেন ফিনিশ কবি।