যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে এবার স্পেশাল ফোর্স প্রকাশ্যে আনলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে ফের নিজের ক্ষমতা প্রদর্শন করল উত্তর কোরিয়া। এবার আর ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ বা পরীক্ষা নয়। বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র নিয়ে কুচকাওয়াজ করল কিম জং-এর সেনাবাহিনী।

উত্তর কোরিয়ার একনায়ক কিম ইল সুং-এর জন্মদিন ছিল গত শনিবার। দেশের জন্মদাতার ১০৫তম জন্মবার্ষিকীতে রাজধানী পিয়ং ইয়াংয়ে বিশাল কুচকাওয়াজের আয়োজন করে উত্তর কোরিয়া। রাজধানীর রাজপথে যুদ্ধাস্ত্রে সুসজ্জিত হয়ে কুচকাওয়াজ করে কিমের বাহিনী।

সকলের চোখে ছিল যুদ্ধের সময় ব্যবহার করার জন্য বিশেষ রক্ষাকারী চশমা। মাথায় হেলমেট এবং হাতে রাইফেল। নিজেদের রক্ষার্থে বুকের সামনে হ্যান্ডগান। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর মহিলা সদস্যারাও অংশ নিয়েছিল শনিবারের কুচকাওয়াজে।

কুচকাওয়াজে অংশ নেয়া সকল সদস্যের মুখে উচ্চারিত হল দেশাত্মবোধক স্লোগান। সম্মান জানানো হল দেশের সেনাবাহিনীর প্রাক্তন কর্মীদের। যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। বিভিন্ন প্রকার মিশাইল, ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিনও ছিল শনিবারের কুচকাওয়াজের মহড়ায়।

উত্তর কোরিয়া প্রশাসনের বিশেষ সেনাবাহিনী রয়েছে। এবং আমেরিকাকে পরাস্ত করতে সেই বাহিনী যে প্রস্তুত সেটিও একাধিকবার হুঙ্কার দিয়ে জানিয়েছিলেন কিম। এবার সেই বাহিনী বিশ্বের দরবারে প্রদর্শিত করল পিয়ং ইয়াং।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!