নীলফামারীর জলঢাকায় দূর্যোগ প্রস্তুতি আলোচনা সভা
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
যদি ঘটে অগ্নিকান্ড, পরিবার হয় লন্ডভন্ড। মানুষ হলে সচেতন, হবে দূর্যোগ প্রশমন। দূর্যোগে ক্ষতি আজ্ঞতায়, জানমালের রক্ষা দক্ষতায়। যদি পোড়ে আগুনে, ক্ষতি বাড়ে শতগুনে। ফায়ার সার্ভিসের নাম্বার নিন, আগুন লাগলে খবর দিন। “দূর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে” এই শ্লোগান গুলো সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ প্রস্তুতিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ শাখা ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এনামুল হক, জলঢাকার মমতাজুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমান ও গোলানো ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির প্রমুখ।