ভূপেন্দ্র নাথ রায় এর কবিতা-অন্তহীন পথে
অন্তহীন পথে
— ভূপেন্দ্র নাথ রায়
ক্লান্ত শ্রান্ত বেদুঈন
মরুভূমির বালু প্রান্তরে
খুঁজিয়া ফিরে
কোন জীবনের টানে।
তিতির পাখিরা চারিদিকে
তাহারি দেখে
মস্তক বরাবরে ছোঁ মেরে
অট্টহাসি হাসে।
নির্বোধ বেদুঈন
দিগবিদিক ঘুরে মরিচিকা বালির পরে,
প্রাণের অস্তিত্বে পানির পিপাসায়,
কলিজা ফাটিয়া হাহাকার করে।
দূরে ঐ রক্তাভ গোধূলিতে
চারিদিক ক্লান্ত শ্রান্ত,
ঝিঝি পোকার সরব উপস্থিতি
তবু বেদুঈনের চলার নাহি অন্ত।।