ঘাটাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকেল ৩ টায় মেয়েদের বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল ও ৪ টায় ছেলেদের বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে আকন্দের বাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মমরেজ সরকারী প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৭-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নলমা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ম্যাচসমূহ শেষে বিকেল ৫ টায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে উক্ত পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সেলিমা আখতার, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ রহিম, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ
শামসুল আলম মনি, ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহীদ, ঘাটাইল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হায়দর আলী, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি আবু সাইদ রুবেল সহ আরও অনেক রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব বৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য উক্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৭ তে ঘাটাইল উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।