জলঢাকায় পানিতে পড়ে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ডাবলব্রীজ এর পাশে বিপ্লব (৮) নামে এক প্রতিবন্ধী পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়-পুকুরে গোসল করতে গিয়ে সে ডুবে যায়।
পরে এলাকাবাসীরা তাৎক্ষনিক উদ্বার কাজ চালার পর ব্যর্থ হলে, জলঢাকা ফায়ার সার্ভিস কে ফোন দিলে রংপুর ইউনিট থেকে ডুবুরিরা এসে বিকেল ৫.৫০ মিনিটে মৃত্যু শিশুটির লাশ উদ্ধার করে।
বিপ্লব জলঢাকা উপজেলার আদর্শ পাড়া প্রতিবন্ধী স্কুলের ছাত্র ছিলেন। বিপ্লবের মৃত্যুতে বালাগ্রাম এলাকা বাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।