বিভাগীয় শ্রেষ্ঠ এসআই আব্দুল আজিজ
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
রংপুর বিভাগের আট জেলার সকল থানায় কর্মরত উপ-পরিদর্শকের (এসআই) মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দপুর থানার এসআই আব্দুল আজিজ। ‘মাসিক অপরাধ ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা’ শীর্ষক অনুষ্ঠানে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের ক্রেস্ট ও সনদপত্র প্রদানকালে এই সম্মাননা পান তিনি। তিনি শ্রেষ্ঠ এসআই ছাড়াও শ্রেষ্ঠ মাদক ও চোরাচালানকৃত উদ্ধারকারী কর্মকর্তারও সম্মাননা পান।
রোববার (১১ জুন) রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ, অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান, রংপুর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম, দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম, ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক, সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর, সৈয়দপুর রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোঃ আজাদ প্রমুখ।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।