ইতিহাসের এই দিনে: ২ জুলাই
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ২ জুলাই, ২০১৭, রোববার। ১৮ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৩তম (অধিবর্ষে ১৮৪তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
৬৮৪ খ্রিস্টাব্দের এই দিনে কা’বা ঘরের সংস্কার করা হয়।
৭১২ খ্রিস্টাব্দের এই দিনে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেন।
১৭৫৬ খ্রিস্টাব্দের এই দিনে নবাব সিরাজ উদ্দৌলা কলকাতার নাম দেন আলীমগড়।
১৭৭৬ খ্রিস্টাব্দের এই দিনে মন্টিনেন্টাল কংগ্রেস কত্তৃক অ্যামেরিকা স্বাধীনতা ঘোষিত হয়।
১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে আটলান্টিক অতিক্রমকারী প্রথম মহিলা বৈমানীক “আমেলিয়া ইয়ারহার্ট” রহস্যজনক ভাবে নিখোঁজ হন।
১৯৪৬ খ্রিস্টাব্দের এই দিনে গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত হয়।
মৃত্যু
১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ প্রেসিডেন্ট জেমস আব্রাহাম গারফিল্ড নিহত হন।
১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে মক্কা নগরীর নিকটে মিনায় সুরঙ্গ দূর্ঘটনায় ১৪১৬ জন হাজী ইন্তেকাল করেন।