মৃত নবজাতকে ফেলে দিল নদীতে
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জেলার ডোমার উপজেলায় মৃত নবজাতকে নদীতে ফেলে দেয়া হয়েছে এমন অভিযোগ স্বীকার করেছে পরিবার।
উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের চান্দিনা পাড়া শালকি নদী সংলগ্ন এলাকায় বসবাসকারী যুবক নাহিদ হোসেন (২৫) জানান, গত মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে শালকি নদীর স্রোতে একটি বাচ্চার লাশ ভাসমান অবস্থায় দেখতে পাই। এরপর সেখানে অনেক মানুষ ভীর জমায়।
অনেকে জানান গত সোমবার (১০ জুলাই) দুপুরে নদী সংলগ্ন সেভেন স্টার ডায়াগনষ্টিক সেন্টারে একটি মৃত বাচ্চা প্রসব হয়। সেই সূত্র ধরে ওই ক্লিনিকে গিয়ে জিজ্ঞাসা করলে জানান মৃত বাচ্চাটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিকিৎসাধীন মায়ের কেবিনে পরিবারের কেউ নেই। তিনি মৃত বাচ্চাটি সম্পক্যে কিছুই জানেন না।
- মিনারা বেগমের মামাতো ভাই দেবীগঞ্জ এলাকার আনোয়ার হোসেন জানান, ভুল করে আমার বোনের পরিবারের মহিলারা মৃত বাচ্চাটিকে নদীতে ফেলে দেয়। পরে আমরা তা জানতে পারি। এটা ভুল হয়েছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।