দিন দিন প্রতিযোগীতা কঠিন হয়ে যাচ্ছে — পররাষ্ট্রমন্ত্রী।
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে হবে। সঠিক ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধু সম্পর্কীত বই পড়ে দেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। অবিভাবকদের ছেলে মেয়ের প্রতি নজর রাখতে যাতে তারা ভিন্ন পথে পা বাড়াতে না পারে। বিশ্বায়নের যুগে দিন দিন প্রতিযোগীতা কঠিন হয়ে যাচ্ছে – মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথাগুলো বলেন। আজ ১৯ জুলাই বুধবার দুপুর তিনটায় চিরিরবন্দরের আলোকডিহি জে.বি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শুভ বিদ্যুতায়ন ও মা সমাবেশের সভায় তিনি এ বক্তব্য দেন। সংক্ষিপ্ত বক্তৃতায় আলোকডিহি জে.বি স্কুলের প্রধান শিক্ষক নন্দন কুমার স্কুলের যাবতীয় শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি আলোকডিহি জে.বি স্কুল মাঠে একটি শহীদ মিনার স্থাপনের গুরুত্ব আরোপ করেন। পল্লীবিদ্যুতায়ন উদ্বোধনের এক পর্যায়ে দিনাজপুর পবিসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, চিরিরবন্দরে আগামী আগস্ট মাসের মধ্যে আরো তিনশো কিমি বিদ্যুতের আওতায় আসবে। তিনি আরো যোগ করেন যে, আগামী বছরের মার্চ- এপ্রিলের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আওতায় আসবে। এর আগে তিনি চিরিরন্দরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। আজ বুধবার সকালে উপজেলার হত দরিদ্র মহিলাদের মাঝে টিন, টিউবওয়েল ও হুইল চেয়ার ও ত্রানের টিন বিতরন, উপজেলা চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ, ইছামতি নদীর উপর ত্রানের ব্রীজ, রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন এবং দক্ষিন আলোকডিহি পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন। সভা শেষে বিকেল ৫.৩০ ঘটিকায় পররাষ্ট্রমন্ত্রী ৩ নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স-এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পবিস’র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. মাকসাকুর রহমান, আওয়ামীগ সভাপতি আলহাজ আইয়ুব রহমান শাহ, সম্পাদক আহসানুক হক মুকুল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মঞ্জুরুল হকসহ আওয়ামীলীগের নেতা-কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র, কর্মকর্তা-কর্মচারীগণ।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।