মোঃ আরিফুল ইসলাম এর কবিতা-ভালোলাগা-ভালবাসা
ভালোলাগা-ভালবাসা
মোঃ আরিফুল ইসলাম
আমি সৌন্দর্যপ্রেমী ভালবাসি নির্মল সৌন্দর্য,
ভালবাসি অপরুপ প্রকৃতি, নারীর ঐশর্য।
ভালো লাগে টিনের চালায় বৃষ্টির ছন্দ,
ভালো লাগে নিশি রাতে বনফুলের গন্ধ।
ভালো লাগে সমুদ্রের গর্জন প্রবাহিত নোনা জল,
ভালবাসি রঙিন ফুল সুস্বাধু দেশীয় ফল।
ভালো লাগে গাছের ডালে কোকিলের ডাক,
ভালো লাগে ফসলের ক্ষেতে সাদা বকের ঝাক।
ভালো লাগে শিতের সকালে শিশির ভেজা ঘাস,
ভালো লাগে সুস্বাধু পায়েস মিঠা খেজুর রস।
ভালো লাগে সদ্য ভাজা গরম ভাপা পিঠা,
ভালো লাগে কাচা দুধের দই ঘোল মাঠা।
ভালো লাগে জামদানী শাড়িতে বাঙালী নারী,
ভালো লাগে গায়ের পথে ঐতিহ্যবাহী গরুর গাড়ি।
ভালো লাগে মেঘমুক্ত অবারিত নিল আকাশ,
ভালো লাগে তপ্ত দুপুরে নির্মল হিমেল বাতাস।
ভালো লাগে পাহাড়ের চুড়ায় মেঘের ভেলা,
ভালো লাগে বিলের জলে দুষ্ট হাসের খেলা।
ভালো লাগে পাল তোলা নৌকার বাতাসের দোল,
ভালবাসি মায়ের হাতের শিং মাগুরের ঝোল।
ভালো লাগে হাওরের জলে নিল আকাশের আভা,
ভালো লাগে রাতের আকাশে তারকারাজ্জির শোভা।
ভালো লাগে আধার রাতে জোনাকি পোকার আলো,
ভালবাসি তাদের যারা নিঃস্বর্থভাবে মানুষকে বাসে ভালো।
ভালো লাগে অবুজ শিশুর সবুজ মুখের হাসি,
ভালো লাগে রাখাল বালকের সুরেলা বাসের বাশি।
ভালো লাগে বৃক্ষের সজীবতা অন্কুরীত বীজ,
ভালবাসি বাংলা চলচিত্র রঙিন সেবিজ।
ভালো লাগে ফুলের বুকে রঙিন প্রজাপ্রতি,
ভালো লাগে বনের বুকে চিতার ক্ষিপ্রগতি।
ভালো লাগে উদিয়মান ভোরের রবি,
ভালবাসি বাংলা কবিতা গান বাঙালী কবি।
ভালো লাগে গোধুলীর আলো আধারের খেলা,
ভালালাগে গ্রামীন হাট গঞ্জের মেল।
ভালো লাগে পাহাড়ের বুকে স্বচ্ছ হ্রদের জল,
ভালবাসি দুরান্ত শেশব দুষ্ট কিশোরের দল।
ভালো লাগে পাহাড়ের বুকে শিতল ঝর্না ধারা,
ভালো লাগে নিজ হাতে টাটকা ফল পারা।
ভালো লাগে জোয়ার ভাটা নদীর স্রোতধারা,
ভালো লাগে বড়সি দিয়ে দেশী মাছ মারা।
ভালো লাগে এই সুন্দর প্রথিবী মেঘলা আকাশ বৃষ্টি,
ভালবাসি তাহাকে যিনি এ সবকিছু করেছেন সৃষ্টি।।