সেলিনা জাহান প্রিয়া’র কবিতা-ক্ষুদ্র ঋণ
ক্ষুদ্র ঋণ
—- সেলিনা জাহান প্রিয়া
ফিরে পাবো তোমায়-
কোন একদিন স্বপ্ন ছোঁয়ার ছলে
ঘুমকাতুরে দু’চোখে ও অনন্ত আহাজারি,
বিলাসী রাত্রির কাব্য স্বপ্ন জাগায় মনে।
কোন একদিন বৃষ্টির ফাঁকে আমিও দেখবো প্রখর সূর্য,
জলে ভেজা আমার শরীর শুকিয়ে দেবে সে তপ্তবায়ে
আমি আছি, বেঁচে আছি আমার মতন;
এ এক ছেঁড়া দ্বীপে, মহাসমুদ্রের মাঝে,
একা শালিক আনমনে বসে থাকে জানালার ধারে-
পথ চেয়ে, দেখা পাবার আশায় আরেক শালিকের।
কখনো আসে না পাগল করা ডাক নিয়ে অন্য শালিক,
অপেক্ষায় কাটছে শুধুই জীবনের সম্ভাবনার সময়গুলো।
ছোট্ট জীবন, কষ্ট না হয় একটু হলো আমার, কার কি তাতে?
হিসেববিহীন ছন্নছাড়া, জীর্ণ-শীর্ণ কপর্দহীন মানুষ আমি,
কে-ই বা আমায় রাখবে মনে, কেন তবে ভাবনা বিশেষ?
অনেক হেরেছি আমি, জীবনের নানান আশায় স্বপ্ন দেখে
জিতব জিতব করেও আমি হেরেছি শেষ মুহূর্তে,
একবারে জিততে যেয়ে এসেছি শূণ্য হাতে ফিরে;
এমন করে করে হয়নি জেতা কিছুই এ জীবনে।
কৃষ্ণচূড়া লাল না দাও, দিয়েছ তো অপরাজিতার নীল;
তাতেই হয়েছি খুশি, কিছু তো পেয়েছি আমি-
খুব একটা গল্প লিখতে ইচ্ছে করে না তবু লেখি
চারপাশে এত এত চরিত্রের এত এত গল্প দেখি!
এই শূণ্যতা ভরে যাবে একদিন কোন পূর্ণতা দিয়ে,
সহস্র গোলাপ ফুটবে হঠাৎ কোন শুষ্ক গোলাপ বনে,
মরূদ্যানে কেউ কেউ খুঁজে পাবে জলের আকর,
আঁধাররাতে কখনো মশাল জ্বেলে কেউ দেখাবে পথ,
অকূল পাথারে শুকতারা জ্বলে তীরে ভেড়াবে তরী;
হয়তো কোন এক সন্ধ্যেবেলা তোমায় দেখব আমি,
মায়াময়-মোহময় হয়ে তুমি তাকাবে আমার পানে,
নি:সংকোচে আমিও একমনে চেয়ে রবো ঐ দু’চোখে,
তুমি হয়তো একচিলতে মিষ্টি হাসিতে ভাসাবে আমায়।