খানসামায় রেড ক্রিসেন্ট সোসাইটি ও গ্রামীণফোনের ত্রাণ বিতরণ

 

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিট ও গ্রামীণফোনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার ভাবকী ও খামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ভাবকী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি পরিবার ও খামারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ কেজি করে চাল, ১ কেজি সুজি, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ও ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান মো. বজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল ও আজীবন সদস্য নুরনবী রবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমূখ। এ ছাড়াও ভাবকী ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা প্রেসক্লাব ও মফস্বল প্রেসক্লাব খানসামা শাখার সভাপতি ধীমান চন্দ্র দাস সহ সংশ্লিষ্ট ইউপি’র ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!