গোপালপুরে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
মায়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন, নীপিড়ন ও গণহত্যার প্রতিবাদে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাধার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবং এলেঙ্গা শামসুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আনন্দ মোহন দে, টাঙ্গাইরের সন্তোষ ইবেন্টে কলেজে অধ্যক্ষ দেলোয়ার হোসেন, খন্দকার আসাদুজ্জামান একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাব, প্রধান শিক্ষক সেলিম রেজা, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, হামিদা খাতুন, সাহেরা খাতুন, আব্দুল লতিফ, হারুর অর রশীদ ও জোবায়েরুল হক প্রমুখ।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।