উল্টো পথে মন্ত্রীর গাড়ি, আটকালেন দুদক চেয়ারম্যান
অনলাইনডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যোগে পরিচালিত এক অভিযোনে উল্টো পথে চলার অপরাধে অন্তত ৫০টি গাড়িকে জরিমানা ও মামলা করা হয়েছে। এর মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়িসহ, সরকারের বিভিন্ন বিভাগের সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়িও রয়েছে।
রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার (বর্তমানে ফরেন সার্ভিস একাডেমি) সামনে এ অভিযান চলে।
পুলিশ জানায়, অভিযানে যেসব গাড়ির জরিমানা ও মামলা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়িও রয়েছে।
অভিযান চলাকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।