মহাশয়ের অতিগুন
মহাশয়ের অতিগুন
ভূপেন্দ্র নাথ রায়
মানবতা রক্তে ভরা,
বিবেচনা চিরচেনা আলস্যের আড্ডখানা,
দেখে- শুনে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকা,
চুপ! কথা বলতে আছে মানা।
অসহায়ে ধরনা দেয়,
কোথা থাকে মহাশয়,
মহাশয়ের অতি গুণ-পান খসে হয় চুন,
কানে ভারী অতিশয়।
মানবতা সেতো কথার কথা,
রোহিঙা রঙা- বঙা,
চলে যায় যাক না, হোক না দেশ ফাঁকা-
মিছেমিছি হুমকি ধামকি দেবো হানা, দেবো হানা!