শ্রীমঙ্গলে উদ্ধার হলেন সরিষাবাড়ির ‘নিখোঁজ’ মেয়র
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভার মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রুকুনুজ্জামানকে নিখোঁজের দু’দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়ন থেকে উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, বুধবার দুপুর ১টার দিকে কালিঘাট ইউনিয়ন অফিসের সামনে একটি মাইক্রোবাস থেকে মেয়রকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা।
তিনি বলেন, ‘ইউনিয়ন অফিসের পাহারাদার মেয়রকে অফিসে নিয়ে রেখে চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান আমাকে জানালে তাৎক্ষণিক মেয়রকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।’
ওসি বলেন, ‘তিনি (মেয়র) বলছেন যে তাকে খাবারের সঙ্গে কিছু খাওয়ানো হয়েছে। তাই তিনি এখন অর্ধ-চেতন অবস্থায় আছেন।’
এদিকে কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা বলেন, ‘আমরা মেয়রকে দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করে ইউনিয়ন অফিসের ভেতরে নিয়ে আসি। তাকে জিজ্ঞাসা করি যে তার সঙ্গে আর কেউ ছিল কি না। তখন মেয়র বলেন আমার চোখ বাঁধা ছিল। গাড়ি থেকে ফেলে দেওয়ার সময় আমার চোখ খুলে দেওয়া হয়।’
ইউপি চেয়ারম্যান আরো বলেন, ‘উদ্ধার করা অবস্থায় তাকে অনেকটা এভনরমাল (অস্বাভাবিক) অবস্থায় পাওয়া যায়।’
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিকাল পৌনে ৫টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, মেয়র রুকুনুজ্জামান এখন শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
তিনি বলেন, ‘মেয়র কিভাবে অপহৃত হয়েছেন এর সঠিক কোনো তথ্য জানাচ্ছেন না। এছাড়া তিনি একেক সময় একেক কথা বলছেন। আমরা তাকে উত্তরা থানায় হস্তান্তর করব।’
এর আগে জামালপুরের সরিষাবাড়ী পৌর মেয়র মোহাম্মদ রুকনুজ্জামান রুকন ঢাকার উত্তরার বাড়ি থেকে নিখোঁজ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের আগের দিন রবিবার রাত ৯ টা ১৩ মিনিটে তার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে বলা হয়েছে, ‘নতুন প্রজন্মের কাছে আমার আহবান যে আমাকে হত্যা করা হলেও তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা’।