রংপুর বিদায়, ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে পরাজিত করেছে বরিশাল বুলস।
ফলে, ১৫ ডিসেম্বর মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল। আগেই ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা।
টস জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক সাকিব। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রংপুর ১৬০ রান সংগ্রহ করেছে। রংপুরের হয়ে দারুণ ব্যাটিং করেন ক্যারিবীয় ব্যাটসম্যান লেন্ডল সিমন্স।
বরিশালের হয়ে ৪টি উইকেট তুলে নেন কেভিন কুপার। ১৬১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বরিশালের ব্যাটসম্যান সাব্বিরের ঝড়ো ইনিংসে ভর করে তিন বল হাতে রেখে ১৬৩ রান করে বুলস। ৫ উইকেটে ম্যাচটিও জিতে নেয় বরিশাল।
স্কোর: রংপুর: ১৬০/৯ (২০ ওভার) বরিশাল: ১৬৩/৫ (১৯.৩ ওভার) ফল: বরিশাল জয়ী ৫ উইকেটে।