খানসামায় ধানের স্তুপে সড়ক বন্ধ
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় আমন ধানের স্তুপে সড়ক বন্ধ হয়ে পড়েছে। ফলে, যানবাহন চলাচল প্রচন্ড বিড়ম্বনায় পড়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলা পাকা সড়কের দু’পাশে চাষাবাদকৃত আমন ধান কাটার পর ঐ ধান রাস্তার বেশির ভাগ অংশে রাখায় যানবাহন সহ পথচারি চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। রাস্তার উভয় দিক থেকে আসা ট্রাক, ভ্যান, মোটরবাইক এবং সাইকেল আটকে পড়েছে। উপজেলা সড়কটির প্রশ্বস্ততা কম হওয়ায় এমনিতেই একটি ট্রাক ও ভ্যান পাশ কাটাতে ধীর গতি করতে হয়। এছাড়া বন্যার ফলে সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। তার ওপর পার্শ্ববর্তী কৃষকের রাখা ধানের স্তুপের কারনে সড়ক দূর্ঘটনার আশংকা দেখা দিচ্ছে। স্তুপকৃত ধান ভ্যানে তুলতে ব্যস্ত চালকের সাথে কথা হলে তারা জানায়, ধান চাষীর বাড়ী দূরে হওয়ায় কাটা ধান রাস্তার পাশে রাখা হয়েছে। ধানগুলি তাড়তাড়ি নিয়ে যেতে ভ্যানে তোলা হচ্ছে। কিন্তু একদিন পরও দেখা যায়, ধানের স্তুপগুলো আগের মতোই রয়েছে। এছাড়াও দেখা গেছে উপজেলার বিভিন্ন রাস্তায় একই ভাবে ধানের স্তুপ। আবার ভুল্লার হাট থেকে কাচিনিয়া যাওয়ার পাকা সড়কের বিভিন্ন স্থানে অটো মেশিন দিয়ে ধান মাড়াই করা হচ্ছে। এর ফলে ওই পথে চালিত সাইকেল, মোটর সাইকেল, ভ্যান গুলো ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। স্থানীয় এবং পথচারীরা স্তুপকৃত ধান দ্রুত সড়িয়ে রাস্তা ফাঁকা করার জোর দাবি করেছেন।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।