টাঙ্গাইলে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানী মামলা দায়ের
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য এবং দেশের স্বাধীনতাকে অস্বীকার করে বক্তব্য দেওয়ায় টাঙ্গাইলে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানী মামলা দায়ের করেছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল ।
টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সাইফুজ্জামান সোহেল বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
পরে ওই আদালতের বিচারক আব্দুল্লাহ্ আল মাসুম অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলাটি থানায় প্রেরণ করেন।
বাদি পক্ষের আইনজীবী ছিলেন ইলিয়াস হোসেন মনি এবং এস আকবর খানসহ অনেকে।
মামলার বাদি সাইফুজ্জামান সোহেল বলেন, মাহমুদুর রহমান বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে কটুক্তি এবং দেশের স্বাধীনতা সাবভৌমত্বকে অস্বীকার করে বক্তব্য দিয়েছেন তাতে তিনি ক্ষুদ্ধ হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি এই মামলা দায়ের করেছেন।
এ মামলার বাদি পক্ষের আইনজীবী এস আকবর খান জানান, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় প্রেরণ করেন।