আগামীকাল নীলফামারীতে ৩ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের ২য় রাউন্ডে এবার নীলফামারীতে ২ লাখ ৯৭ হাজার ৫শ’ ৬৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ বলেন, ২৩ ডিসেম্বর জেলার ছয় উপজেলায় ১ হাজার ৬৬০টি কেন্দ্রে এইদিন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নিল রঙের ভিটামিট এ ক্যাপসুল (১ লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল (২ লাখ আইইউ) খাওয়ানো হবে।

তিনি আরও জানান, সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এর সঙ্গে প্রচার করা হবে স্বাস্থ্যবার্তা। তবে খালি পেটে ক্যাপসুল খাওয়ানো যাবে না।

 


 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!