ঘাটাইলে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
বৃহসপ্রতিবার (১১ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন এ মেলা উপলক্ষে এক বর্ণাঢ়্য র্যালী বের করে। র্যালী শেষে উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু অনুষ্ঠিত উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, সহকারী কমিশনার ভূমি আম্বিয়া সুলতানা, পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কানিজ ফাতেমা, সাবেক মেয়র হাসান আলী, জি.বি.জি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মণি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম শামসুল আলম।
এছাড়া উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে উপজেলা পর্যয়ের সরকারের ৩০টি দপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা স্টল নিয়ে তাদের কার্যক্রম প্রদর্শন করেন।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।