রাজু আহমেদ এর কবিতা- দোহাই তোদের
দোহাই তোদের
“””””””””””””” রাজু আহমেদ
দোহাই তোদের আমায় দিসনে
হাজারো রকম বিজয়ী শুভেচ্ছা।
শুধু একটা বস্ত্রহীনের গায়ে বস্ত্র দে
খুব বেশী নয় তোদের যতটুকু ইচ্ছা।
দোহাই তোদের মন রাঙ্গানো
হাজারো মেসেজ দিসনা মেসেঞ্জারে
শুধু ক্ষুদার্ত একজনকে রুটি-কলা দে
যে নুয়ে পরেছে খাদ্য অভাবের ভারে।
দোহাই তোদের লক্ষ-লক্ষ টাকা
খরচে কুলখানির দাওয়াত দিসনে,
না খেয়ে থাকা ভিখারিকে দাড় করিয়ে
খ্যাতি কুড়াতে ভুড়ি পুরাতে লোক নিসনে।
একবার দেখ চেয়ে না খেয়ে
বাহিরে ভুখা আছে দাড়িয়ে,
সব আয়োজন ভেস্তে গেল
সওয়াবের আশা গেল হারিয়ে।