রুদ্র ম আল-আমিন এর কবিতা-“আবাবিল”
“আবাবিল”
রুদ্র ম আল-আমিন
আবাবিল,চিল দুরে রয় হেথা
ক’দিন আগেও
একটা জেলে গাঁ থাকিত সেথা।
একটা জাগতিক সুখ
হাঁসিছে ভ্রম্মান্ধের
কাঁদিছে বুক
দুরে দেখি শুধুই ধু-ধু-ধু বালির স্তুপ।
একটা মরুময় দ্বিপ
ভাসছি কুয়াশায় ধিকে ধিকে
লো হাওয়া
আর ক্যাকটাস
যৌবনের সমস্ত পাপ
তাঁর তরে দিয়েছি ঢেলে।
নরাধম বাস
লোহার শিকলের দাস
পথপানে দেখি সকলই উটের জকি।
দুরে দেখি শেফালী’র ঘ্রানে
ধরা দেয় প্রাণে
অপেক্ষারত মনঃপ্রাণ
আজি কেঁদে চলে, আছি তব দুরে।