পঞ্চগড়ে অবৈধ ড্রেজার বা বোমা মেশিন বন্ধে টাস্কফোর্সের অভিযান
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ে সমতল ভূমির অনেক গভীর থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার বা বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় পাথর উত্তোলনে ব্যবহৃত মেশিন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযান চলছে।
অবৈধ ড্রেজার বা বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় পরিবেশ বিপর্যয় সহ ভূগর্বস্থ ফাটলের আশঙ্কায় পঞ্চগড়ে পাথর উত্তোলনে ব্যবহৃত ৩টি অবৈধ বোমা মেশিন ধ্বংস করেছে টাস্কফোর্স অভিযানের ম্যাজিস্ট্রেট।
পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অবৈধ বোমা মেশিন দিয়ে সমতল ভূমি, নদী, খাল, সরকারি খাস জমি এমনকি নদীর রক্ষা বাঁধ ভেঙে দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে।
অবৈধ এ সমস্ত মেশিন বন্ধে গত কাল ৩০ জানুয়ারী মঙ্গলবার সন্ধায় টাস্কফোর্সের অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ৩টি বোমা মেশিন ধ্বংস করা হয়।
পঞ্চগড়ের সদর উপজেলার অমরখানা ইউনিয়নের টুটাপখরী হটরা পাড়া এলাকায় এ সমস্ত মেশিন সরঞ্জামসহ ধ্বংস করে। প্রশাসন ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই স্বার্থান্বেষী বোমা মেশিন মালিকরা কল বাহিনীর দ্বারা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।
টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩০ জন বিজিবি ও পুলিশ সদস্য নিয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ রেজা নির্বাহী ম্যাজিস্ট্রেট টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।