পাবনা বইমেলার ৪র্থ দিন বই পড়া নিয়ে এনজিও কর্মীদের আলোচনা
নিজেস্ব প্রতিনিধি, পাবনা । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গতকাল রোববার পাবনা মাসব্যাপী বইমেলার ৪র্থ দিনে মেলার মঞ্চে পাবনার এনজিও কর্মীরা বইপড়া নিয়ে আলোচনায় বলেন, বইমেলা মানব উন্নয়নে কাজ করছে। মানুষের উন্নয়ন করতে হলে বই পড়া ছাড়া কোন উপায় নেই। আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের নিয়ে কাজ করছি। যারা বই পড়তে পারে তাদের সচেতন করা আমাদের জন্য অনেক সহজ হয়। চরাঞ্চলের শিশুরা বিভিন্ন দিবস পালন এবং তাদের অধিকার সম্পর্কে কিছুই জানতো না। আমরা বই পড়ানোর মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি।
এনজিও কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা প্রতিশ্রতির ওয়ালিদ হাসান, ওসাকার মাজহারুল ইসলাম, পাবনা যমুনা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রোটা: মনজেদ আলী, আসিয়াবের আব্দুস সামাদ, ওয়াই,ডব্লিও,সির হেনা গোস্বামী, প্রত্যাশার মোস্তফা আব্দুল বাতেন রুশদী, বাঁচতে চাইয়ের আব্দুর রব, পিসিডির মনির হোসেন, সিসিডিবির ডা. নাঈমা ইসলাম, সৎসংঘ পল্লী কল্যাণ সংস্থার নরেশ মধু, রুডোর খোন্দকার লুৎফর রহমান, আইলা সমাজ কল্যাণ সংগঠনের কামাল হোসেন ও পাবনা সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হারুনুর রশীদ।
সন্ধ্যায় আলোচনা সভা সঞ্চালন করেন ড. হাবিবুল্লাহ ও এ্যাড: মোসফেকা জাহান কণিকা। বইমেলা উদযাপন পরিষদের পক্ষে এনজিও কর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ।
মেলা মঞ্চে হালিম বয়াতি ও তুলতুলের একক সঙ্গীত, নৃত্যাঞ্চলের নৃত্য, পাবনা লোক সঙ্গীত সংঘের সঙ্গীত ও ঈশ্বরদী ললিতকলা একাডেমি সঙ্গীত পরিবেশন করেন।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।