পাবনার বইমেলার ১৮তম দিন: বইপড়া নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা
এসএম আলাউদ্দিন, পাবনা । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পাবনায় অনুষ্ঠিত মাসব্যাপী বইমেলার ১৮তম দিনে বইমেলা মঞ্চে বইপড়া নিয়ে আলোচনায় অংশ নেন পাবনার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
আলোচনায় অংশ নেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আলি মর্তুজা বিশ্বাস সনি, পরিচালক ফোরকান রেজা বিশ্বাস, সাজ্জাদ হোসেন বাচ্চু, ফরিদুল ইসলাম, জাহিদ হোসেন ও সচিব আব্দুল রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক ডেনিস দিলীপ দত্ত, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব সাংবাদিক আব্দুল মতীন খান, কৃষিবীদ অধ্যাপক জাফর সাদেক ও বইমেলা উদযাপন পরিষদের সম্পাদক এ্যাড: আব্দুল হান্নান প্রমুখ। বিশিষ্ট ব্যাবসায়ীবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড: মুশফেকা জাহান কণিকা এবং ড. হাবিবুল্লাহ।
১৮তম দিনে বইমেলামঞ্চে তারাবাড়িয়া ২৭ নং জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত,সোনার বাংলা মা একাডেমির নৃত্য, ললিত কলা কেন্দ্র ইফার নৃত্য এবং চরদুলাই অতএব সাংস্কৃতিক সংগঠনের নাটক ‘বর্ণ চোরা’ মঞ্চস্থ হয়।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।