মধুপুর ফটোগ্রাফিক সোসাইটির ৬ষ্ঠ ফটোওয়াক অনুষ্ঠিত
এস.এম সবুজ, মধুপুর(টাঙ্গাইল), বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপি ৬ষ্ঠ ফটোওয়াক করেছে অনলাইন গ্রুপ মধুপুর ফটোগ্রাফিক সোসাইটি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকাল ৮.৩০মিনিট থেকে বনাঞ্চলেরর মধুপুর জাতীয় উদ্যানে ওই ফটোওয়াক অনুষ্ঠিত হয়।
ফটোওয়াকে ২৫জন আলোকচিত্রী অংশ নেন। আলোকচিত্রীরা মধুপুর জাতীয় উদ্যানের প্রজাপতি, সাপ, বানর, পাখিসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করেন। ফটোওয়াকে তাৎক্ষণিক আলোকচিত্র প্রতিযোগিতায় ৩ জন সেরা আলোকচিত্রীকে ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন, সাইফ, রাহাত খন্দকার এবং সুজন।
ফটোওয়াকে সভপতিত্ব করেন মধুপুর ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি শামীম আকন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সেলিম রানাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।