মনোয়ারা কুমু এর কবিতা- আমারে দেবো না ভুলিতে
আমারে দেবো না ভুলিতে
– মনোয়ারা কুমু
এই যে এতো রং তামাশা
মণ্ড মিঠাই খাই বাতাসা,
সময় কাটাই হেসে খেলে
এগিয়ে চলি অতীত ফেলে,
বাড়ি গাড়ি শাড়ী গয়না
পুষছি ঘরে শালিক ময়না,
ধনী গরীব বিভেদ খুঁজি
কেবল নিজের স্বার্থ বুঝি,
ন্যায় অন্যায় দিব্যি ভুলে
সেরাটাকে নিচ্ছি তুলে,
সময়ে সব যাবে থেমে
আঁধার কালো আসবে নেমে,
যশ খ্যাতি আর অর্থ কড়ি
সময় মাপার যন্ত্র ঘড়ি,
সব কিছুই থাকবে পড়ে
আমি যখন নিজের ঘরে,
আপন স্বজন কাছের যারা
দিনে দিনে ভুলবে তারা,
তাই বলি কি——-
এমন রঙে সাজাই জীবন
রাখবে মনে বিশ্ব ভুবন।।